প্রাণটা ফেলে রেখে
দেহ নিয়ে পালিয়ে এলাম
স্বর্গের দ্বারে


রুদ্ধ দ্বার নৃত্যের ঝঙ্কারে মোহিত দেব-স্থান
কর্ণহীন ঢুলু ঢুলু দেবতারা নিদ্রিত, সংজ্ঞাহীন
নিশ্ছিদ্র পরিখা, নিরুপদ্রব শান্তি –
পাষণ্ডের দেশে
নিষিদ্ধ অবাঞ্ছিত লাশ ।


ছেষট্টি গ্রীষ্মের দাবদাহে ঝলসান বেওয়ারিশ লাশ
হাওয়ায় ভেসে ভেসে পরিত্রাণ খোঁজে
তাই ভাসিয়ে দিলাম সুরমার জলে
দেহ প্রাণ মিলেমিশে হোক একাকার ।


১৪ই জুলাই ২০১৪ ইং