ফুটপাতের জন্ম কবে কোথায় হয়েছিল
আমার জানা নেই
হয়তবা কোন শতকের কোন একদিন
হয়ত ভারতে, মিশরে, নয়ত গ্রীসের মত
কোন শহর প্রাচীন


আলো ঝলমল রাজপথ
অফুরন্ত গাড়ির সারি
আধুনিক নরনারীর কোলাহল – জয়ধ্বনি  
সভ্যতার সুউচ্চ মিনারের গর্বিত শ্বাস
জাগায় না কোন বিশ্বাস


শহরের বুকে যখন কোলাহল থেমে যায় রাতে
শৃঙ্খল-হীন হাওয়া ঘরেতে ঘুমায়
তখন কালো কালো মূর্তিগুলি জীবনের খোঁজে
ছায়ার মত নেমে আসে ফুটপাতে
হাতে হাত একসাথে


এঁরা কি ভিন-গ্রহের প্রবাসী জীব
পথভ্রষ্ট ক্ষণিকের অতিথি ?
নাকি জীবনের জলস্রোত থেকে সমূলে উৎপাটিত'
সভ্যতার ফসল, ঠকেছে মনে মনে
আমি জানিনা
হয়ত ফুটপাতই জানে ।


১৬ই জুলাই ২০১৪ ইং