ছেলেকে বললাম “বাপি, তুমি চড়াই, দোয়েল, শালিক
কাকাতুয়া, মাছরাঙ্গাদের চেন ?”
ছেলে বললে “ওসব আমাদের বুক্‌সে নেই জান”


“সে নাহয় বুঝলাম কিন্তু, জবা, মালতী, বকুল, গন্ধরাজ
এঁদের দেখা কি পাও?”
“এসব ন্যাসটি জিনিষ টিচাররা বলেনি কোত্থাও”  


“খোলা সবুজ মাঠ, নীল আকাশ, নদী, কাশফুল, মিঠে হাওয়া
এসব কি তুমি চাও?”
“নো নো এগজামে আসেনা এসব তুমি ফিরিয়ে নাও”


“আচ্ছা, তুমি কি তোমার মামাকে চেন?”
“উফ্‌, সেলি মিস্টেক ফাদার, মামা নয় – বামা –
ওবামা । উনিইত আমাদের স্যার ।
চিনলেনা কিছুই – এবার সবাই জান”


১৯শে জুলাই, ২০১৪ ইং