অবসর নিয়েছি অনেকদিন
রং উঠে যাওয়া পুরনো বাড়ির মত আজ স্থবির -
জীবনের সলতে পুড়ে যাওয়ার অপেক্ষায় ঝিমিয়ে চলে
শিথিল দিনগুলি


বহুদিন ষ্টেশনে যাওয়া হয়নি অবসরের গাঢ় বেদনায়
অথবা মুক্তি চেয়েছি অতীত গ্লানির
নিত্য অফিস যাত্রার দুঃস্বপ্ন থেকে -
এ এক বেদনার স্মৃতি
তবুও জীবনের গতির টানে
কোলাহল মুখর স্টেশনে ফিরে আসা
যদি ফিরে পাই আবার চলার আশা


রেলের নিত্যযাত্রীর ব্যস্ততা  
পান-ওয়ালা, চা-ওয়ালা, ভিখারী, কুলীর হাঁকডাক  
সেই চলমান জীবনের ছবি
সহসা একটা পুরনো ডাক শুনে চমকে উঠলাম
বাবু পালিশ - জুতো পালিশ !
ছেষট্টি বছরের পুরনো সেই ডাক


এখনো কি পালিশ করার বাকী রইল কিছু ?
হয়ত বাকী আছে অনেক কিছুই
তাই ভাবি
জীবনের ভাঙ্গাচোরা চলার পথটা যদি পালিশ হতো
মন্দ হোতনা ।


২০শে জুলাই ২০১৪ ইং