ক্ষতবিক্ষত দেহ আর রক্তঝরা হৃৎপিণ্ড নিয়ে
কোথায় চলেছ বন্ধু এই ঊষর মরুপথে একা ?
একটু দাঁড়াও
চল না একটু বসি
ঘন ছায়া ঘেরা
ঐ কৃষ্ণচূড়ার নীচে  


খুঁজে কি পাওনি পথের ঠিকানা ?


সহস্র কোটি রিক্ত প্রাণের স্নেহ-ঝর্নায় গা ধুয়ে
জুড়ালে দেহের তাপ – তবেই পাবে রাত্রি শেষের তারা


এবার তবে ফিরে যাও সীমান্তে
আঁকা বাঁকা রুধিরে লেখা পথে
জীবনের জন্য, মেটাতে জীবনের জ্বালা
তাইতো তোমায় পরিয়ে দিলেম কৃষ্ণচূড়ার মালা ।


২২শে জুলাই ২০১৪ ইং