কিচির-মিচির শব্দ করে
এ ডাল থেকে ও ডাল ওড়ে
অবাক করা সুরের খেয়া  
হাওয়ায় কোথা বয়


ফুড়ু্‌ত্‌ ফুড়ুত্‌ পাখা নাড়ে
গাছের থেকে পাপড়ি ঝরে
খুশীর পরশ প্রাণ ছুঁয়ে যায়
মনের কথা কয়


দুষ্টু দুষ্টু চোখের তারা  
চপল চপল দেয় যে নাড়া
সকাল বেলার হে অতিথি
আমার মাঝে রও


আজকালের এই সভ্য যুগে
মোবাইলের তথ্য লাগে
থাকবে কোথায় হে চড়াই, তাই
ইতিহাস হয়ে রও ।


২৭ শে জুলাই ২০১৪ ইং