বাংলার সমুদ্র সৈকত থেকে
চড়াই উতরাই পারিয়ে একদিন ছায়া পড়েছিল তোমার
এই সবুজ উপত্যকায়
চমকিত, পুলকিত খুশী ঝরেছিল মনের আঙ্গিনায়
তুমি নবীন
তাই সাথে করে এনেছিলে
নবযুগের উচ্ছ্বাস,
ভোরের আশাভরা স্বপ্ন, আর আগামীর বিশ্বাস।


তারপর তোমারই পথে আমার বেড়ে ওঠা -  
শান্ত পাহাড়, দুরন্ত ঝর্না, পাহাড়ী নদীর গা বেঁয়ে
ওপারের ভিনদেশকে টেনে এনেছিলে আমারই ঘরে,
এক করে দিয়েছিলে এপার ওপার
আপন করেছিলে ঘরে ও পরে ।

শতাধিক বছরের তোমার বর্ণালি পদযাত্রা
চোখের কালোয় দিয়েছিলে জ্যোতি
তাই আজ চলতে চলতে
ভোরের তারার আলোয় চোখ পাতি ।


আজ বিদায় লগ্নে অশ্রু বয়ে যায় দুচোখে -
আরতো কোন দিন শুনবনা ভোঁ ভোঁ আওয়াজ পাহাড়ের কোলে
স্মৃতি, শুধু স্মৃতিই হয়ে রবে চিরদিন হায়
তাই বিদায়, হে পাহাড়ের রানী বিদায় ।


তবু আশা
তোমার পুনর্জন্মের ক্ষণ যে শুনি আগত ঐ
আগামীতে নবরূপে পাব কি তোমায় ?
তাইতো ব্যাকুল নয়নে সেই পথ চেয়ে রই ।