কালো চাদরে মোড়া শীত
এবার লজ্জায় নিভৃতে বিদায় নিল
পেছনে ফেলে গেল ঘৃণার পাহাড়


উপত্যকা যখন তীব্র শীতে জমাট  
অপরাজেয় চেতনা যখন ক্ষণিক তন্দ্রায় কাতর
গর্ত থেকে বেরিয়ে পড়েছিল লুব্ধ হায়নার দল  
আমার গর্ভের সন্ধানে
গর্ভের উৎপাদিত মাংস পিণ্ডে হবে ওদের ভুরিভোজ
তাই  চিৎকার করে বললে অফুরন্ত উৎপাদন চাইই চাই
নইলে ছিড়ে নেব তোমার গর্ভ
নখদন্তে টুঁটি টিপে ধরলে আমার


গা-জুরি অধিকারে শোনালে
গর্ভ তোমার কিন্তু ফসল আমাদের
অধিক বীজ আধিক উৎপাদন
ভয়ের কিছু নেই
তুমি গর্ভধারিনী জগত জননী
আধিক উৎপাদন পুণ্যকাজ
দেশমাতৃকার সুদ্ধিতে
এটুকু ত্যাগ করতেই হবে মা জননী


স্তব্ধ লজ্জিত সর্বহারা আমি
নিরাপদ আশ্রয় খুঁজে ফিরি
কোথা পাব সেই জন্মদাত্রী সৌম্যমূর্তি মায়ের কোল
যেথা সাম্যের উষ্ণ স্নেহধারা অবারিত বয় ?


এবারের শীত লজ্জায় নিভৃতে বিদায় নিল
আগামী শীত কী বসন্তের উষ্ণ হওয়ার আগমনী গান
শোনাবে ?
---------
তারিখ ঃ ৫ই মার্চ ২০১৫ ইং