নিষ্ঠুর শীতটা যখন এপাড়া ছেড়ে পালাল
সবাই তখন হাঁপ ছেড়ে বাঁচল


পাতা ঝরা আমলকী
অত্যাচারে কাবু নিম
শ্বাসকষ্টে ঘুমন্ত করবী
আনাহারক্লিষ্ট শেফালী
ঘুমে কাতর জবা বকুল মালতি
আজ বসন্তের কুহু ডাকে হাওয়ায় ভাসল


শুধু এপাড়ার ঘুঁটেকুড়ুনী
শীতেকাবু মেয়েটা
একগাল হাসি নিয়ে রোদে এসে দাঁড়াল ।
----------
তারিখ ঃ ৫ই মার্চ ২০১৫ ইং