বসন্তের ঘূর্ণিতে ঘুরপাক খেতে খেতে
জমাট প্রশ্নটা ইতিউতি তাকিয়ে
চৌমাথাতেই দাঁড়িয়ে পড়ল


ক্লান্ত সকাল ধীরলয়ে চলে
চকিতে দমকা রঙ্গিন হাওয়ার পরশে
ঘুমন্ত যৌবন নেচে ওঠে
লাল নীল সবুজ হলুদ হরেক রঙের ঝড়
উপত্যকা ছেয়ে ফেলে
এযে প্রচণ্ড শক্তিতে ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে ওঠা


তোমার চৌদিকে সেই যৌবনেরই সাড়া
আগামী রঙের পরশে ভুবন রঙিন হোল  
তুমি কি রঙিন হলে ?
জমাট প্রশ্নটা চৌমাথায় দাঁড়িয়েই রইল ।
-----
তারিখ ঃ ৮ই মার্চ ২০১৫ ইং
২৩শে ফাল্গুন ১৪২১ বাং