শীতের কুয়াশা মাখা ভোরে বড় রাস্তার মোড়ে    
দেখা যাবে সারি সারি লোক বসে আছে কারো প্রতীক্ষায়
চোখ ঢুলুঢুলু - হাড়হাবাতে চেহারা - মুখে বিষাদের ছায়া
দাঁ কোদাল হাতুড়ি নিয়ে কুয়াশায় জবুথবু  
এঁরা কোন সন্ত্রাসবাদী দলের নয়
নয় ভিন দেশের বিতাড়িত উদ্বাস্তু
কালো যুগের ঘূর্ণাবর্তে রুধির-পায়ী সভ্যতার স্বরূপ -
গুটিকয় দিনমজুর
ক্ষুধার অন্নের তাগিদে
দেহ নিয়ে বসে আছে উপযুক্ত খদ্দেরের তালাশে


ক্রমে কুয়াশা কেটে যায়,
উষ্ণ রোদের ছোঁয়ায় ওঁদের মুখে তৃপ্তির হাসি ফোটে
প্রাণে বাজে হরিয়ে যাওয়া চির বসন্তের গান  
অন্নের ঠিকানা নাই-বা পেল  
নতুন সূর্যের ঠিকানা-তো পাওয়া গেল ভোরের আকাশে ।
=====
১৭ই এপ্রিল ২০১৫ ইং