কালো মেঘে ঢাকা সীমান্তে উত্তেজনা
সৈনিকদের যুদ্ধকালীন সর্তক আনাগোনা
কামান বন্দুক গোলাগুলি মজুদ চলে রাতদিন
শেষমেশ তুমুল যুদ্ধ চলে আজ চারদিন


সাঁই সাঁই গুলি চলছে এপার ওপার
প্রথম ঘায়েই নিহত শান্তি অপার
একে একে ধরাশায়ী আস্থা ও বিশ্বাস
কেঁদে কেঁদে মানবিকতা ফেলে দীর্ঘশ্বাস


নীল আকাশে কি বিষ কাঁটার বেড়া হয় ?
হাওয়ার ঢেউ এপার অপার সবখানেই বয়
পাহাড়ের মিষ্টি জল বাঁধা টপকে সমতলেই ধায়
রাখালের বাঁশির মিঠে সুর ভাসে সব আঙ্গিনায়


তাই মৃত্যুহীন এক আশা
এযে মায়ের ভাষা
আ-মরি বাঙলা ভাষা
আমার প্রাণের তোমার প্রাণের মাতৃভাষা ।
====
১৯শে এপ্রিল ২০১৫ ইং ( ৫ই বৈশাখ ১৪২২ বং)