মৃত্যুর কনসালট্যান্সির কারবারে
আজকাল মুনাফা দারুণ
ভীষণ ভিড় ধাক্কাধাক্কি লাইন
তাই টিকিট-টা ভোরেই করুন


মৃত্যুটা সবারই নিত্য প্রয়োজন
কার যে কখন লাগে বলা মুস্কিল
কায়দা করে এঁকে ধারা চাই
তাই হুড়োহুড়ি গুঁতোগুঁতি কিল


প্রেমে ব্যর্থ কপোত কপোতী
পরীক্ষায় ফেল ছাত্র ছাত্রী
দেনার দায়ে ডুবন্ত ব্যাপারী
বিয়ে ভেঙ্গে যাওয়া পাত্রী


বন্ধ কারখানার মজদুর
কর্জের ফাঁদে নিষ্ফলা চাষি
সংসারের যাঁতাকলে পিষ্ট
দম্পতির ঘর হলে বাসি


এঁরাই দামী খদ্দের দামী খোরাক
মৃত্যু এঁদের ভীষণ জরুরী  
কনসালট্যান্সিতেই পাওয়া যাবে
সহজ মৃত্যুর নিখুঁত কারিগরি


বউ ছেলে মেয়ে নাতি নাতনী রেখে
বুড়ো হয়ে আমোদে চোখ বুজে ফেলা,
সুখে শান্তিতে মৃত্যুকে বরণ করার
সেই আদিম কায়দাটা এখন নিষ্ফলা


এখন স্মার্ট যুগ - কনসালট্যান্সির যুগ
নিখুঁত সহজ মৃত্যুর সঠিক শলা চাই
ঝটপট এস-এম-এস ফটাফট কাজ
মৃত্যুর সহজ পথের বিকল্প আর নাই


তবুও কাল নিশুতি রাতে দেখা হল
ঝুলন্ত এক লাশের সঙ্গে
কানে কানে শুধায় অশ্রু-সজল কণ্ঠে
বাঁচার পথের শলা-কেন্দ্র আছে কি এই বঙ্গে ?
------
২৩শে এপ্রিল ২০১৫ ইং (৯ই বৈশাখ ১৪২২ বাং)