বাবু - পালিশ
বাবু - জুতো পালিশ
রেলের ষ্টেশনে নিত্য আমার শিশ  

মা প্ল্যাটফর্মে গিয়েছিল ফেলে
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিলাম
এক ভিখারিনী মা স্নেহে কোলে নিলে তুলে
তখন আমার বয়েস এক কি দুই
তারপর এই মায়ের বুকেই রোজ শুই
কেন যে মা ফেলে গেল এতোটুকু সোনা
কিচ্ছু জানি না
সবই ভিখারিনী মায়ের মুখে শোনা


সেই থেকে মনে মনে মাকে খুঁজি পথে পথে
একবারটি যদি দেখা হোতো তাঁর সাথে
শুধাইতাম কেঁদে কেঁদে
কেন মা তুই ফেলে গেলি মোরে অকুল সাগরে ?
ঘৃণা হয়েছিল কি নিষ্ঠুর সংসারে ?
নিরন্ন বাবা আমার খেয়েছিল কি বিষ মহাজনের ঋণে
তাই টুটে-ছিল সব মায়ার বাঁধন সেই  ক্ষণে ?
শেষ সম্বল শিশুটি যেন বেঁচে রয় এই আশ
তাই ষ্টেশনে ছেড়ে দিয়ে পরিলে কি মৃত্যুর ফাঁস ?


নির্দয় সংসারে বুভুক্ষা নিষ্পেষিত প্রাণ
করেনা কোন নালিশ
অসাম্যের এই জগৎ থর থর কাঁপে
মন বলে  
একদিন হতেই হবে সব পালিশ  

বাবু পালিশ
জুতো পালিশ ।
====
২৮ শে এপ্রিল ২০১৫ ইং ( ১৪ই বৈশাখ ১৪২২ বাং )