একশ দু বছর খোলা জেলে ঘানী টেনেছিস মোর  
বৃদ্ধ বিদেশী বঙ্গাল - সাহস তো কম নয় তোর
মাথা তুলে আকাশের পানে চাস প্রতিবার  
এবার তবে যেতেই হবে ওপার  
যতবার তুলবি মাথা কঠোর শাস্তিতে হতে হবে জেরবার  
তাই জেলের অন্ধকার কুঠুরিতে ঠেলে দিলেম এবার


নির্বাক মাথা নত বৃদ্ধ বৃদ্ধা হাতকড়া পরে হাটে  
অশ্রু সজল চোখে শুধায় বার বার - অপরাধ কি বটে
প্রশ্ন গুলো সব হাওয়ায় শূন্যে ভাসে
সেই থেকে জেলের অন্ধ কুঠুরিতে মানবতা মুচকি হাঁসে


খানখান দেশ খানখান মানবতা
মৃত্যু-ঘণ্টা বাজে অবিরল হেতা হোতা
তাই বধ্যভূমিতেই জ্বলে উঠবে ঊষা-দীপের আলো
মৃত্যুহীন গন-তরঙ্গ গুড়িয়ে দেবে সব মিথ্যা ও কালো ।
--------------------
৯ই অগাস্ট ২০১৫ ইং ( ২৩শে শ্রাবণ ১৪২২ বাং)