মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে
ফাঁসি দেওয়ার আগে তাঁর অন্তিম ইচ্ছা
জানার একটা রেওয়াজ আছে
কেন এই অদ্ভুত নিয়ম
মৃত্যুর সাথেই যদি সব ইচ্ছার মৃত্যু
কেন তবে এই প্রশ্ন করা মিছে ?


শেষ নিঃশ্বাস কড়ে নেয়া
হিংস্রতায় জীবন্ত হৃদপিণ্ড স্তব্ধ করা  
টুঁটি টিপে প্রাণের বাতি নিভিয়ে দেওয়া
নাকি সহস্র প্রাণের জনারণ্যে
আরও এক অন্ধকার প্রাণে আলো জ্বালানো ?
দ্বিধা দ্বন্দে
পাপক্ষালনে তাই শেষ ইচ্ছে জেনে নেওয়া ?  


প্রাগৈতিহাসিক হিংস্রতার ছায়া
একবিংশের সভ্যতায় জেগে রইবে কেন ?
তাইতো শ্মশানের পুঞ্জিভূত মৃত্যুর কায়া
নিশিদিন করুণ কান্নায় মুক্তি চাইবে জেনো।  
------
৩০ শে আগস্ট ২০১৫ ইং (১২ই ভাদ্র ১৪২২ বাং)