কিছু বালি কিছু সিমেন্ট
কিছু পাথর আর কিছু ইট  
লাল রক্তের জোড়ে পোক্ত
আদুরে স্বপ্নের বাড়িটা ফিট  


চারতলা টাকা পাঁচতলা সুখ
দুরন্ত চলে ভোগের গাড়ি
মেটেনা সুখ মেটেনা আশা
তাইতো সবাই গিয়েছে ছাড়ি


এযে -
সমুদ্রের পারে বালির বাসা
বালিয়াড়ির উপর খাড়া
ঝড়ের দাপটে ডুবে যাবে বাড়ী
নিমেষেই সব হারা


যতই সুখের ফোয়ারা ছুটুক
সুখ-পাখী দেয়না ধরা
সবার সুখেই সুখ খুঁজে পাও
এটাই জীবন ধারা।  
------
৮ই সেপ্টেম্বর ২০১৫ ইং (২১শে ভাদ্র ১৪২২ বাং)