মাগো অন্ধকার থেকে কোলে নিয়ে
যে দিন আমার চোখে জ্বাললে আলো
সেই থেকে মা তোমার নয়নের মনি
তোমার কোলে সুখেই আছি ভালো

অকুল এই সংসার সাগরের ঢেউ
তৃণের মত উড়িয়ে না নিয়ে যায়
তাই কল্যাণময় আশীর্বাদের জয়টিকা
সন্তানের কপালে পরালে শুভ কামনায়


আঁধারে দীর্ঘ অরণ্য পথে পথ হারিয়ে
অসত্যের মিথ্যা মায়াজালে না ফেঁসে যাই
তাই গভীর মমতায় তোমার হাতে গাঁথা
সত্যের শুভ্র আলোকিত মালা গলে পরালে তাই


উষ্ণ দীর্ঘ মরু পথে মরীচিকার মত
মিথ্যে মরূদ্যান ভেবে অকালে না হারাই
তাই শীতল ছায়ার মত মোলায়েম
তোমার শাড়ির আঁচলের স্পর্শ খুঁজে পাই


বিষাদের ক্ষণে হৃদয় ভাঙ্গা ঝড়ের রাতে
বিপদে তোমায় ডাকতে পারি তাই
মাতৃসুধাসম মাতৃভাষা পান করালে
অকৃপণ হাতে যেন মা মা বলে সুখ পাই  


অশান্ত এই পৃথিবীর দিকে দিকে হিংসার
মিথ্যা জয়গানে রক্তাক্ত হাজারো মায়ের প্রাণ
তোমার কোলে শেখা শান্তির জয়গান
গেয়ে যাব চিরদিন যতই উঠুক ঝড় কিংবা বান।
=====
২০শে সেপ্টেম্বর ২০১৫ ইং (২রা আশ্বিন ১৪২২ বাং)