আর কিছুক্ষণ পর পশ্চিম আকাশ অন্ধকার করে
আরও একটি দিন বিদায় নেবে
পড়ে থাকবে এদিনের ইচ্ছার মৃতদেহ
এভাবেই ইচ্ছেদের অপমৃত্যুর বোঝা বাড়ে
ব্যথাতুর হৃদয়-কোনে বেহালার করুণ সুর বাজে


সোনালী ফসল গোলায় ওঠে
শ্রমে দৃঢ় উৎফুল্ল মুখে হাসি ফোটে
থালায় গরম ভাপ ওঠা সুগন্ধি ভাতের সুবাস
নিরন্ন শিশুর মুখে খুশীর ঝিলিক  


কারখানার বাঁশীর ডাকে ঘুম ভাঙ্গা
শতশত উজ্জীবিত মনের শৃঙ্খলিত কুচকাওয়াজ
মুষ্টিবদ্ধ হাতের ঐকতানে সৃষ্ট ফসল
নিপুণ কারিগরের প্রাণ আলোকিত করে


বিষণ্ণ জনপদ ধূসর নিষ্ফলা মাঠ
মৃত্যুর ক্রুদ্ধ চাহনিতে হিমশীতল কণ্ঠ
আবারও বজ্র কণ্ঠে ধ্বনিত ঐকতান
সবুজ উপত্যকায় বাজে জীবনের গান


এসব দেখার ইচ্ছে খুব ছিল
সীমাহীন সামাজিক দীনতার আড়ালে
টিমটিম জ্বলে যাওয়া এই ইচ্ছেগুলি সততই
চিরদিন বেঁচে রবে ব্যতিক্রমহীন ভাবে

তাইতো দেখি আজ নতুন ভোরের আকাশে
আবারও জীবন্ত ইচ্ছেরা ডানা মেলে উড়ে যায় ।
=========
২৪শে সেপ্টেম্বর ২০১৫ ইং ( ৬ই আশ্বিন ১৪২২ বাং)