একটা কবিতা হবে ?
বেশ তরতাজা হৃদয় নিংড়ানো জ্বলন্ত অঙ্গার ?
দাম তো দিতে পারব না - কিন্তু বুকের গভীরে রেখে দেব
কোন দিনও নিভবে না এ শিখা আর
বহুদিন খুঁজেছি এমনই একটি অগ্নিকণা
যদি পাই  নিয়ে বেরিয়ে যাব – করব নতুনের রচনা


নুইয়ে পড়া ধানের শীষে একটু ছোঁয়া
কাজের ভারে পিষ্ট হাতে উষ্ণ হাত
স্তিমিত হাওয়ায় তুলব তুমুল ঢেউ
ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে ঘটবে অগ্ন্যূৎপাত


সব কাজ সারা হলে সবাই জড় হবে নতুন আঙ্গিনায়
হাসি গানে ফুলে ফুলে ভরবে কানায় কানায়
ঝড়ের শেষে নতুন দিগন্তে হাসবে সবিতা
পারবে কি দিতে আমায় নতুন একটি কবিতা ?


জ্বলন্ত একটি কবিতা হবে ?
যদি হয় – তাই দিও তবে।
=========
১৮ই অক্টোবর ২০১৫ ইং ( ৩০শে আশ্বিন ১৪২২ বাং)