রিম ঝিম রিম ঝিম সারাদিন বৃষ্টি
আকাশটা ফুটো-ফাটা একি অনাসৃষ্টি
কাক ভিজে কা কা গলা ছেড়ে কাঁদছে  
ময়না চড়াই টিয়া জ্বর গায়ে কাঁপছে
একটুও কি ধরবেনা ঝাঁঝরীর ঝর্না
খিদেয় যে মরে যাবে উড়ন্ত পাখনা


অলি গলি রাজপথ জলে জলে ভাসছে
শহরের ঘরগুলি ডুবে ডুবে জল খাচ্ছে
স্কুটার বাইক আর আদরের কারের সারি  
স্নান সেরে মোটা হয়ে গান গায় দুঃখে ভারি
দোতলা তিনতলার বাবু বিবি হাসছে
কেন জানি তাঁহাদের সুখের দিন আসছে


বুড়ো বামুন কিংবা তর তাজা মোল্লা
পানি ঘেঁটে খাবি খায় রুদ্ধ যে মহল্লা
ফাতিমা বিবি খোঁজে কোলের শিশু
জলের তোড়ে কি তবে তলিয়েছে যীশু
ফুলুরানী হাতড়িয়ে খুঁজে পায়না স্বামী
তবে কি স্রোতের টানে হোল গয়া-গামী


শহর তো শহর নয় মরণের ফাঁদ
নালা নর্দমা হীন প্রাণে ওঠে আর্তনাদ
এক ঝাঁক বর্ষণে থৈ থৈ পথ আর মাঠ
সবে শুরু ভায়া সামনে যে কঠিন পাঠ
চাই স্মার্ট সিটি স্মার্ট মানুষ স্মার্ট বেশভূষা
আচ্ছে দিন আসছে তাই মরুক ছুতর চাষা ।  


২২শে জুন ২০১৬ ইং