আহত ক্ষত বিক্ষত রক্তস্নাত বিবেক
এঁকে এবার ধুয়ে মুছে আলমারির শান্ত তাকে তুলে রাখব
তারপর নিশ্চিন্তে কোলাহলহীন শ্মশানের দিকে পা ফেলব
নাছোড় বিবেক তবুও পিছু ধাওয়া করে


রাজপথে মুক্তির লাশ
হাজারো স্বপ্নের উড়ন্ত পাখির মৃত্যু
শিকারির বন্দুকের ঘৃণার আওয়াজ
শুষ্ক খড়ের গাঁদায় আগুণ জ্বালে


তাই দেখে
বিবেক ছুটে আসে বার বার
আমার হৃদয়ের সুপ্ত দীপে আগুণ জ্বালে


রাত শেষে শ্মশান থেকে ফিরে দেখি
ওই তো বিবেক !
ভোরের আকাশে একটি তারা হয়ে জ্বল জ্বল করছে ।


১৩ই জুলাই ২০১৬ ইং