তপ্ত স্বাধীন অনুভূতি গুলি যখন হিংস্র ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ল
আঙ্কারার রাতের লাল আকাশ খুশিতে জ্বলে উঠল
কামাল আতাতুর্ক শুধু মুচকি হাসলেন


শির-উঁচু পলাশের যে ঝাড় তিনি লাগিয়ে ছিলেন
তা আজ মহীরুহ
সমগ্র উপত্যকায় ছড়িয়ে আছে তাঁর ডালপালা
তাঁরই সুবাসে ঘুম ভেঙ্গে যায় ঘুমন্ত রাজ্যের
কামাল আতাতুর্ক শুধু মুচকি হাসলেন


এক অভূতপূর্ব দৃশ্য
মধ্যরাতে পরাধীনতা স্বাধীনতার কাছে মাথা নত করল
উর্দি পরা শত্রু হাত তুলে
রাস্তায় শুয়ে পড়ল
তখন কামাল আতাতুর্ক অট্টহাসিতে ফেটে পড়লেন


এটাই তো তাঁর স্বপ্ন ছিল
স্বপ্ন ছিল স্বাধীন চিন্তার খোলা আকাশ
সে স্বপ্ন বেঁচে থাকবে চিরদিন
তাই তো কামাল খুশীতে হাসছেন ।
---
১৭ই জুলাই ২০১৬ইং