শ্রাবণের বারিধারা ঝরুক
ঝরুক বার বার - আপন খেয়ালে ঝরুক
খুশীতে আন্দোলিত বনানীর প্রান্তে  
তৃষ্ণায় কাতর গ্রাম আর ফুটিফাটা শস্যের মাঠে
মুষল ধারায় ঝরুক


নদীতে বান ডাকুক
জলে জলে ভরে যাক পুকুর দীঘি
থৈ থৈ হোক মাঠ
সারা বছরের জমা ধুলো বালি আবর্জনা
ধুয়ে মুছে হোক সাফ


বাইরের আবর্জনা সাফ হবে
কিন্তু হে শ্রাবণ
ঘরের ভেতরের পচা আবর্জনার কি হবে ?
তাই, হে শ্রাবণ
অভাগা দেশের ঘরের জঞ্জাল
বানের জলে দূর সমুদ্রে নিক্ষেপ কর

মমতাময়ী
হে শ্রাবণ বারিধারায় ঝর ঝর ।
--
১৮ই জুলাই ২০১৬ ইং