চল না যাই
আজকের মিছিলে গুলি খেয়ে
রক্তাক্ত যে লাশটা রাজপথে পড়ে আছে
তাঁর কাছে যাই


সহস্র চোখের স্নেহ-বারি
ওঁর শান্ত দেহকে যখন ধুয়ে দেয়
তখনও কি সে জেগে রয় ?


অশান্ত ক্রোধের অগ্নি হাওয়া
যখন ওঁকে আগলে রাখে
তখনও কি সে কথা কয় ?


একই পথের সহযাত্রীরা
যখন ওঁকে বুকে তুলে নেয়
তখনও কি উষ্ণ বুকের মাঝে সে বেঁচে রয় ?


নিশ্চয়ই বেঁচে রয় !


চল না যাই
রক্তের টানে তাঁর কাছে যাই
প্রাণটা যে মিছিলেই বেঁচে রয় ।
---
১৯শে জুলাই ২০১৬ ইং