বহুদিন যাইনি
হয়েছি শহুরে নেশায় বুঁদ
ঘানীর টানে বাঁধা পদক্ষেপ
ঝাপসা মেদুর স্মৃতির আকাশ
অতীত মেঠো পথ তাই অচল


তুমি কি যাবে শিমুলতলি গ্রামে ?
তবে তাই যাও
খুঁজে পাবে সেখানে অতীতের নাড়ীর স্পন্দন
বেঁচে আছে সবই তরতাজা  
মরে যায়নি কিছুই সময়ের চাকার তলে


মিষ্টি খোলা হাওয়া
চৌদিকে সবুজের মেলা
কাজল দীঘির ঠাণ্ডা জল
কিষাণ কিষাণীর সরল হাসি
সোনালী ফসলের মাঠে চড়াই শালিকের খেলা
সবই পাবে আজও - যেমনটি ছিল অতীতে


না হারান এ সব সুখ স্মৃতির মালা
কুড়িয়ে নিয়ে আসতে পারবে কি ?
তা যদি না পার ক্ষতি নেই
শুধু যে সরল মেঠো পথে কিষাণ কিষাণীর
নির্মল হাসি মিশে থাকে
তারই কিছু ধুলো নিয়ে এসো ফিরে
তাই শিয়রে দিয়ে শান্তিতে নিদ্রা যাব ।  
---
২২শে জুলাই ২০১৬ ইং