সন্ধ্যা নেমে এলে
প্রতারিত দেহগুলো
হাঁটি হাঁটি পা পা ডেরায় ফেরে


শহুরে ভুরিভোজের আসরের উচ্ছিষ্ট
হাতে নিয়ে এঁরা ছায়ার মতো নিভৃতে দলে দলে
বঞ্চনার এঁদো গলিগুলো পেরিয়ে নিজ নিজ খোঁয়াড়ে ঢোকে
দিনশেষের আঁধার ঢেকে রাখে পরাজয়ের চিতা


তবুও তো রাত গভীর হয়
সন্তানের মায়াময় ডাক
কোন নারীর সোহাগের প্রদীপ
হৃদয়ের মেঘলা আকাশে আলো জ্বালে
আরও একটি দিনের প্রভাতে


আবারও জনস্রোত ছোটে জীবনের সন্ধানে
ফিরে আসে আরও এক ব্যর্থ দিনের শেষে
তবুও নিরন্তর ছুটে চলে কোন অলীক প্রত্যাশায়


জীবন সে তো ভোরের আলোয় ভাসে
বহু জীবনের পাশে ।
--
১১ই আগস্ট ২০১৬ ইং