আমাদের পাতা রেল লাইনে
আমাদের গলাই কেটে নিলে
হে হিংস্র আত্মা-হীন শ্বাপদ !


হাজার মেইল হেঁটে আসা
অভুক্ত ক্লান্ত দেহগুলি
নাহয় ক্ষণিক এলিয়ে পড়েছিল লাইনের ওপর                          
তা বলে ওরা নয়ত কোন আপদ


আমাদেরই রক্তে গড়া রাজপথ মহাসড়ক
কি করে মৃত্যুর খনি করে তুললে তুমি
হাজারো মৃত্যুর ক্রন্দন ধ্বনিতে  
কেঁপে কেঁপে ওঠে আমার মাতৃভূমি


তোমার কর্ণ কুহরে কান্নার প্রবেশ নিষেধ জানি
কিন্তু তোমার হিমশীতল বক্ষের পর্দায় একবারও কি
মৃত্যু ছায়া ফেলে না হে শ্বাপদ ?
ধিক ধিক তোমার রাজপদ ।
****************
১৬ই মে ২০২০ ইং