বুকভরা হতাশার পাতাগুলি পুড়িয়ে দিয়ে
একবার, শুধু একবার জানালার ওপারে উঁকি মেরে দেখো
ঊষা আকাশে চিরশান্তির ডাকে আগামীর পদযাত্রা,
শোন, সময়ের গতির চূড়ায় বীর বসুন্ধরার    
দৃঢ় প্রত্যয়ের শেষ রক্তিম আহ্বান ।


প্রতিশ্রুতির ফানুসে ঢাকা মেঘলা আকাশ
চতুর ব্যাপারীর মিঠে গান
ফুটো তরীর মাঝ দরিয়ায় কুপোকাত
আর কত দিন ভাসিয়ে দেবে অমূল্য প্রাণ ?


হতাশার পাতাগুলি পুড়িয়ে দিয়ে
একবার, শুধু একবার শোন
প্রাণের ডাকে প্রাণের মুক্তির গান  
দৃঢ় প্রত্যয়ের এই রক্তিম আহ্বান ।