সুরমার পারে দু পা ছড়িয়ে বসেছিল উদভ্রান্ত অতীত
ক্লান্ত পরিশ্রান্ত চোখে হাজারো প্রশ্নের উঁকি ঝুঁকি
সবই কি ঠিক আছে আগের মতো ?
বেঁচে আছে কি অতীতের মায়াময় উজ্জ্বল দিনের আলো ?


বাংলার কোকিলের কুহু কুহু ডাকে চকিতে সরে গেল আঁধারের মোহজাল  
ঐ তো ধনুকের মত বাঁকা কিন ব্রিজ !
ঐ তো লাল ঘড়ি ঘর !
ঐ তো সিরিশের ছায়ায় শান্ত নদী পারের পাকা রাস্তা !
ঐ তো মৃদুমন্দ সুরমার হাওয়ায় ভাটিয়ালী সুরে মাঝির গান !
সুরমা বয়ে চলে অতীতের গ্লানি ও ক্লেদ মুছে সোনালী দিনের উত্তরণের পথে


বাতাসে ভেসে আসে সোনার বাংলার গান
সালাম,রফিক,সফিউর,বরকত,জব্বার এসে শুধায়
কিরে এতদিন কোথায় ছিলি ভাই ?
মা ডাকছে চল বাড়ী চল
নিমেষে অতীত উঠে দাঁড়ায়
পূব দিগন্তে লাল আলোয় জেগে ওঠে সোনালী দিন ।


**********
২০শে জুলাই, ২০২০ইং