সুশান্ত,
আমি আর তোমাদের ঘরে যাবনা
আলো বাতাস-হীন অন্ধকার ঘরে শ্বাস বন্ধ হয়ে আসে
আমি মরে যাব
আমি আর যাবনা
খোলা আকাশের নীচে শীতল বরাকের জলে শুয়ে থাকব
হাঁসেদের বকেদের স্নেহের পরশ আমার প্রাণ বীণায় সূরের ঢেউ তুলবে
আমি বেঁচে থাকব
দিন শেষে ওদের জড়িয়ে ঘুমব ।


ভোরের সূর্য উঠলে পর পাখীরা যখন পূব দিগন্তে ডানা মেলবে
আমিও তখন স্বাধীন নৌকোয় ভেসে বুকভরা শ্বাস নেব ।


সুশান্ত
পঁচাত্তর বছর কাটল, এখনো তোমার ঘরে আলো জ্বাললে না ?
আলোহীন ঘুট্‌ঘুটে অন্ধকার রাজ্য জয় করে চলেছে !
হিংস্র শ্বাপদের বিচরণ কি শুনতে পাওনা ?


সুশান্ত,
সুখ নিদ্রা অনেক হয়েছে
অন্ধকারের চাদর সরিয়ে আলোর পরশ গায়ে মাখ
হৃদয়ের জানালা গুল খুলে দাও
ঝকঝকে আলো এসে তোমার চোখের পাতায় পড়ুক
দেখবে, ঘরের ভেতর মুক্ত আলো হাওয়ার ঢেউ খেলা করে ।


সুশান্ত,
আমি তোমাদের ঘরে যাব না
আমি মরে যাব ।
==============
১৫ই নভেম্বর ২০২২