যারা ছিল অতি কাছের বনে গেল পর
বাঁধল সবাই, যে যার মতো, আপন আপন ঘর।
ঘর হারিয়ে, ঘর বাঁধে গো, ইট পাথরের মন
জানে না তো, কে যে আপন, কে যে প্রিয়জন।


কমছে কদর, কমছে আদর, বন্ধন যাচ্ছে ছিঁড়ে  
যান্ত্রিক যুগে, যান্ত্রিক মানুষ, বাড়ছে ধীরে ধীরে।
পর হয়েছে বন্ধু বান্ধব, আপন সহোদর
সময় স্রোতে সুর মিলাতে, সবাই স্বার্থপর।


সহজ যতই করুক জীবন, আধুনিক বিজ্ঞান
মানুষ তবু দিনে দিনে, হচ্ছে রে অজ্ঞান।
অর্থের তরে, আত্মা মেরে, গড়ছে গাড়ি-বাড়ি
সুবাস তো নেই, সেন্ট মেখে তাই, হচ্ছে মুখোশধারি।


কারে ঠেলে কে উপরে, উঠবে তাড়াতাড়ি
সেই নেশাতে মত্ত সবাই, করছে বাড়াবাড়ি।
স্বার্থের টানে, সত্ত্বা ভুলে, চলছে তড়িঘড়ি
ভাবে কি কেউ, কি হবে গো, থামলে জীবন ঘড়ি?