ইচ্ছে করে পাখির মত, উড়ে বেড়াই সবখানে
ঘুরে আসি হেথায় সেথায়, যেথায় আমার মন টানে।
ফেলে আসা ছেলেবেলা, কত রঙিন দিনগুলি
আজও আমায় ডেকে ফেরে, মায়াবী এক সুর তুলি।  


ইচ্ছে করে হেঁটে আসি, স্কুলের সে মেঠো পথ
ঘুরে আসি মেলা থেকে, দেখে আসি বিশাল রথ।  
সাঁতার কাঁটি নদীর বুকে, মায়ের বকুনি শুনে
কলার ভেলায় ভেসে বেড়াই, হাওয়া লাগাই প্রাণে।  


ইচ্ছে করে সখীর সাথে, খেলি রান্নাবাটি  
শিশির ভেজা সবুজ ঘাসে, করি হাঁটাহাঁটি।
বনভোজনে মেতে উঠি, করে চুরি চাল
তৃপ্তি ভরে পেট পুড়ে খাই, যতই থাকুক ঝাল।  


ইচ্ছে করে খেলতে খুবই দাড়িবান্দা, গোল্লাছুট
ঝড়ের দিনে আম কুড়াই, করি একটু ছুটাছুট।
কাগজ কেটে বানাই ঘুড়ি, উড়িয়ে দিই আকাশে
হারিয়ে যাই হঠাৎ কোথাও, না পাক খুঁজে তল্লাশে।