আমার চোখের জল,
হোক গর্ব তোমার;
নিপুণতার আখ্যা পাক
তোমার যত ছল।


নব অতিথির কাছে
বলো হেসে হেসে,
জড়িয়েছিলাম তোমার জালে
ভেবে অনন্ত আশ্রয় স্থল।


তোমার ধ্যানে,
হারিয়ে দিক-বিদিক জ্ঞান
দিয়েছিলাম তোমার কত নাম,
নেই তার দাম
ক্ষতি কী তাতে?
তোমার হাস্যরসের আড্ডায়
যদি সেগুলো হয় অম্লান।


হাস্যে কিবা উপহাস্যে
জয়জয়কার হোক আমার নাম,
জীবনের খন্ড পাতায়
তোমার হাসি আড্ডার তামাশায়
অমর হোক আমার প্রণয়।


পচাতে চাও, পচাও আমায়
হয়ত হবো হাসির পাত্র,
এমনি করেই ফুটবে একদিন
গোবরে আমার প্রেম পদ্ম।