আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে...  
খুঁজে পাবে শহীদ বেদি দত্ত পাড়ার মোরে।
ঘুম যে আসে তার পা ছুঁয়ে অলিগলি ঘুরে
চাল ফুটো এই ঘরের কোণে, আমার অবাক চোখে।  


সাদা শাড়ি শুকোয় এখন ঘরের দাওয়া জুড়ে,  
একমুঠো চাল জুটতো বাবার যুদ্ধে যাবার তরে।
বাবা নামের ধানের গোলায় ঘুঘু বেড়ায় চষে,
দত্ত বুড়ি ধান খেয়েছে খাজনা দেবো কিসে...


কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন...
আসবে না আর ফিরে বাবা মানে না তো মন।  
মায়ের আঁচল গামছা আমার মুছতে চোখের জল,
ভরবে গোলা, বাড়লে ফসল, এ যে খুড়োর কল।


তেরঙ্গা এক ফালিই এখন আমার সম্বল,
মেডেল, স্মারক, মায়ের চোখে সবই লাগে ছল।
তবু শহীদ বেদি প্রতি রাতেই  বলে রে বাপধন,
চারিদিকে চেয়ে দেখো মা বড় ধন...