১) ভিখারি
ভি - টেমাটির দামটা আজকে মোদের কাছে শুনো,  
খা - বার বিনাই জীবন মোদের, গল্পটাকে মেনো।
রি - ক্ত মোরা হতে পারি তবে শ্বাপদ নই গো জেনো।


২) আমফান
আ - জ ভয়ের ছইয়ে ঢাকছি বসে আমরা আকাশ ছাদ,  
ম - নের মাঝে সঙ্গী মোদের শুধুই অবসাদ।
ফা - লতু কথা লাগছে সবই, তা সে মন্দ কিংবা ভালো...
ন - য়ত তোমার খাবার ফেলে ভিটেয় তাকাই কেন?


৩) সরকার
স - বাই মোরা চেয়ে আছি তোমারই মুখ পানে,
র - ক্তটাও যে দেছে ধুয়ে ঐ খোদাই আমফানে,
কা - র কাছে এই দরবার আজ পবিত্র রমজানে?
র - ক্ষা করতে পারলে তোমায় পুজিব দেবজ্ঞ্যানে।