ক্ষুধার গর্ভ রঙ্গিন নিবিড় পাবকে-
তাই শীঘ্রই এসে পরি, আমি দ্বিজ-
কারও বা কখনও নিজের শবের কাছে,
যখনই ডাকো আমায়-
আমি এক মানুষ।

আমার লোভকে তোমরা বলেছ ব্রাহ্মণ!
আমি বলি আমার স্বত্বা ব্রাহ্মণ-
শান্ত সমাহিত সারা বিশ্ব ব্রাহ্মণ!
এক তজ্জলন -


তর্পনে অপূর্ণ রসনার
স্ব-ইচ্ছায় ও শুভ কারণে সৃষ্ট
আমি একটি মানুষ,
তৃপ্ত করতে আজ তোমার অতৃপ্ত ক্ষুধা
আমি এক উপবীত ধারি মানুষ।


স্ত্রী সন্তান প্রতিপালনের
ভিক্ষা ঝুলি ভরা পরস্বার্থে, পাপে ও পুণ্যে-
ভালবেসে নয়, জীবিকার টানে
নামিয়েছি টেনে নীচে-
উপবীতও তাই বড়ো ছোট, জঙ্ঘাগামী।


নিঃশব্দে ক্রমশ এগিয়ে আসা নিজের শবের কাছে।
আমি প্রেত নৈবেদ্য ভোজী
এক মানুষ - অগ্রদানী।