সময় খুঁজছে রাস্তা আজকে,
দুঃসময়কে পেরোতে;
অলিতে গলিতে খাচ্ছে ঠোকর,  
জীবনের খানা খন্দে।


মিছিলের পিছু নিয়েছিল সে
একমতে পথ চলতে,  
গোষ্ঠীদ্বন্দ্ব বিষের বায়ে
গেলো শ্মশানের মাঠে থমকে।


সময় চাইলো কিনতে সময়
বাজারেতে চড়ামূল্যে...  
আয়নায় দ্যাখে তারই মুখছবি
ক্রয় হয় বিনামূল্যে!


বড় অসহায় ভাবে এ সময়,
ভেদাভেদে আর লাভ কি?
কড়ি বরগায় থাকি আটকে
আমি ক্ষণিকের যাত্রী!