যেও না চলে
ঐ ঘাস মাঠ পেড়িয়ে, ফিরে এসো।


ফিরে এসো,
নষ্ট ফসলের কষ্ট ঘিরে
আজ এই নষ্টনীড়ে।  


ওপাড়ে এখনও নামেনি যে জল,  
হাওয়াও বইছে ঝোড়ো,  
দমকা বাতাসে উড়ছে খড়কুটো...  
সামলিয়ে নিয়ে চলতে পারবে তো?


একা একা এই ঘনঘোর ঝঞ্ঝাতে  
কারও হাতে দিও না কো ঐ হাত,  
কোন দেহ কেমন আছে পোড়া,
সরল মনে জানবে না তার তাপ।  
আজ এলোমেলো ওড়া খড়কুটো মত
আঙ্গুলে নাহয় আমিই ছোঁয়া থাক!


এখনও তো কেউ চেনে না তোমায়,  
চেন না তুমিও তেমন করে কিছু...  
যা লাগে বাঁচতে সব আগে বুঝে নাও,  
নাহয়, তারপর যেও ঝড়ের পিছুপিছু।  


আজ এই নষ্টনীড়ে,
নষ্ট ফসলের কষ্ট ঘিরে
ফিরে এসো।


ঐ ঘাস মাঠ পেড়িয়ে ফিরে এসো,  
যেও না চলে।