আজ আবার ধন্ধ লেগেছে মনে।
আসব ঠিকই ...
একটু ফিরতে দেরি হবে।  


মান নেই বলে আজ ফাঁকা বর্তমান,
ভবিষ্যৎও নেই, সৎ মানুষ নেই বলে।
আসব ঠিকই ...
একটু ফিরতে দেরি হবে।


যাকিছু এখন ধরা ছিল সব
পিছলে পড়ে গেছে হাত থেকে,  
হাতড়ে অতীত খুঁজছি এদিক ওদিক...  
আসব ঠিকই ...
একটু ফিরতে দেরি হবে।


খুঁজে পাইনি যা চেয়েছি,
হাত ছুঁলো সব না পাওয়ারা-  
হারিয়েছে যা, মিল পাইনি
যা কুড়িয়েছি তার সাথে।
আসব ঠিকই ...
একটু ফিরতে দেরি হবে।


চিন্তা কোরনা আঁচলের খুঁট কেটে...  
হিসেব নিকেশ এখান থেকেই
স্পষ্ট বুঝে নিতে হবে,
ফেরার পথে গরমিল হাতে এলে
সামাল দিতে থাকবেনা কেউ পাশে।
আসব ঠিকই ...
একটু ফিরতে দেরি হবে।


আর একটু সবুর করে থাকো।
কি ভুল, কি ঠিক আছে সব দেখে
সোজা হেঁটে যাব লোহা বাধানো পথে,  
যেভাবেই হোক বাঁচতে হবেই আগে।  
হারালো কারা কোথায় কেমন করে
জানাব তোমায়, সীমানার ফাঁক গ'লে।
আসব ঠিকই ...
একটু ফিরতে দেরি হবে।


ধৈর্যটাকে হাতের মুঠোয় শক্ত করে ধরো, হিসেব কত মিলল না দেখো হুটোপাটির ঘোরে...  
আসব ঠিকই ...
একটু ফিরতে দেরি হবে।