একটা দিনের মতন করে             যখন তুমি চলে যাও,  
                         সেই রাতের মতন করে
                      আবার ফিরে কেন আসো না?
গাছের মতন দোলায় যখন           দুলিয়ে তুমি পাড়ি দাও,
                       সেই হাওয়ার মতন করে কেন
                           আমায় তুমি ছোঁয়ও না?


সকালবেলার রোদও ওঠে             কই আমার চাঁদ তো ডোবে না!  
                        বেলা গড়ায় সাঁঝের কোলে,  
                        ওই রোদেও আমি শুকোই না;
বৃষ্টি মতন ঝরেই চলি                 মেঘের মিনার ওড়েই না...  
                         আমার আমি নিভেই চলে,
                             তুমি কিন্তু ফুরাও না।


একটা গোটা কাব্যে লেখা            তোমার আস্ত ছবিটা...  
                      একটা তুলির টানেও আমি
                        আমার গল্প পেলাম না!  
কেমন করে দেখাই বলো             জগৎ জোড়া আলোকে,  
                     আমারও একটা আলো ছিল...  
                     নিভলো সেও এক আলোতে।  


সেই আলোকেই শহর জুড়ে            আঁধার নামেই চেনে সব,  
                      জোনাক জ্বলা আঁধার সে নয়...
                      সে যে গহীন মনের অন্ধকার!  
যত আছে এমন আঁধার             সবাই যদি জেগে রও  
                     সবাই শোনো আমার কথা...  
                   যেন, আঁধারই আলো খুঁজে পায়।