"যদি তোর ডাক শুনে কেউ না আসে"  
... কালো বলে কেউ না দাঁড়ায় তোর পাশে,  
তবে আমার সাথে চল।


ঘুমের রাতের কালো
তাকে নিংড়ে নিয়ে বল,  
কাউকে আজকে লাগবে না আর মাপতে তোদের ছল।


যদি ফর্সা আলোয় চোখ জলে যায়,  
আর সুখ ঘুমঘোরে ব্যাথা বাজায়...  
"তবে একলা চলো রে"।


একলা চলে, একলা পথে
হাতরে শান্তি খুঁজে মরে,  
দেখবি বসে একলা কালোই, ঘুমের অন্তরে।


ঘুম ফিরে পেতে তুই যদি চাস,  
তবু পাশে যদি কাউকে না পাস,  
কালোর আলোয় শান্তি পেতে, আমার সাথে চল।


সে ফর্সা আলোর ছন্দনাশা শান্তি ত্রাসে
"যদি তোর ডাক শুনে কেউ না আসে"...
তবে আমার সাথেই চল।


***


জর্জ ফ্লয়েডের "I can't breath" উক্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি।