খুব ভালো লাগে...
গাছগুলো কেমন দোল খায়,
ছুঁতে চায় একে ওকে,
দৌড়ে গিয়ে বুকের হাঁপর টেনে
শনশন হাওয়া বয়,


আর
তোমার কাজলচোখের মত
ঈশান কোণের থেকে
যখন প্রথম ফোঁটা ঝরে, তখন...
সেই সোঁদা গন্ধ মেখে
টালমাটাল চিলের মত ছোঁ মেরে
তোমাকে চুরি করতে ইচ্ছে করে।


ইচ্ছে করে
ধুলোর মতই উড়ে গিয়ে
ভরে দিয়ে সীমন্ত রেখা,
গাঙের ধারের গোলপাতার
বাসায় নিয়ে যেতে…


কিন্তু এ সবই তো ইচ্ছে আমার...
আঁকবে না ছবি কখনওই।


কারণ,
এখন আর হাওয়া বয় না,
ঝড় ওঠে না,
গাছ দোলে না,
ধুলো ওড়ে না,
সোঁদা গন্ধও আসে না নাকে…


তাই তোমায় আজ
ঘন ইঁটের বনের মাঝে নিয়ে যাব,
ছাদের কার্নিশে
আঙ্গুলে আঙ্গুল রেখে
শোনাবো অশনি সঙ্কেত।


আজ শনিবার,
ভারি বিপদ আসছে ধেয়ে…