বহুদূর সীমানায় আকাশের কোলে  
সারি বাঁধা ব্যাভিচারি নিওন আলো,
প্যারেডের ভঙ্গিতে আঁধারেতে মিশে যায়;
তারই সাথে আমি যত এগিয়েছি একসাথে
পাশাপাশি ব্যাভিচারও চলেছে হেঁটে...
দূর থেকে আরও দূর বলয়রেখায়!


দুইধারে এই রাতে সবাই ঘুমায়,  
ভাগের চাষের ফসল পেটেতে লুকায়;  
না জেনেই কিছু জমি বেওয়ারিশ হায়...  
সেইখানে অবসরে হাওয়া শ্বাস নেয়!


মিশকালো রাস্তায় পিচকালো রাতের
চালের ফুটো দিয়ে চাঁদের বায়নায়...  
সুখের নরম কোলে, দখলদারির ঘুমে
আঁধারেতে বাধা খেয়ে হাইওয়ে বাঁক নেয়।
বহুদূর যাবে সে একাই বেঁকে বেঁকে,  
খুঁজে নেবে কোনও বাঁকে নিভে গেলে আলো
ভুতুড়ে আলোর ছায়ায় ঝাপসা চোখের আগুন...  
প্রান্তিক বাসন্তীর এই পথই ভালো!


অন্ধ জলায় জ্বলে আলেয়ার বাতি...
হেঁটে চলে বাসন্তী অনেকের হয়ে,  
বিভাজিত দুইপারে একলা সে সাথী;
বাঁক শেষে আলো জ্বলা বাসন্তী হাইওয়ে!