এই শহর
দংশায় নিয়তি...
তাই হাসার মত শব্দে
বহু মানুষ কেঁদে ওঠে!


তাকাও সামনে...
কাতারে দাঁড়িয়ে
শ্রান্ত কত মানুষ;
দেখো বাঁশীওয়ালা,
কার সুরে
বাজাবে বাঁশী তুমি?


একটাও ইঁদুর
এ শহরেতে আজ
পাবে না খুঁজে;  
আনাচে কানাচে
শুধু কিছু মানুষ
এখানে থাকে...
অলিতে গলিতে,
বেদনা বিধুর!


কুঁড়ে কুঁড়ে খাচ্ছে নিয়ত
বুকেরই আরেক কোণে
ধারালো দাঁতে,
দুঃখেরা দল বেঁধে
সুখের বাসর...
হৃদয় ছিঁড়ে
তন্ত্রীতে তন্ত্রীতে
বাঁধছে ম্যারাপ...  
শাখা প্রশাখায়
জমাট রক্তের মত!


বাঁশীওয়ালা,
বাজিয়ে বাঁশী
দুঃখ তাড়াতে পারো?
সুর ধরো,
বাঁশীতে ফুঁ দিয়ে
জমাট রক্ত ভাঙো...  
বংশীবাদক!
মোহিনী বাঁশীতে
কান্না ঘোচাও দেখি!
হাসে যদি একজনও তবে
বাঁশীওয়ালা,
সেই সুরই আমাকে দিও!