আমি অবাক হয়ে দেখি ,
ডুবে যাওয়া সূর্য মাখা আকাশে
উড়ন্ত একঝাঁক পাখি,  
আর দিগ্বলয়ের ক্যানভাসে
সারিবদ্ধ স্কাইস্ক্র্যাপারের গথিক শিল্পকর্ম ...


আমি অবাক হয়ে দেখি ,
সাগরের কোল ঘেঁষে
চুপ করে শুয়ে থাকা বালুচরে
কিছু পদচিহ্ন , বুকে জল নিয়ে
হেঁটে যায় নিশ্চুপে সূর্য মাখা আকাশের দিকে ...


আমি অবাক হয়ে ভাবি ,  
পদচিহ্নগুলো আরও কত পথ পারি দিলে তবে,  
সাগরের কোল ছেড়ে বালুচর থেকে
ঠাই পাবে দিগ্বলয়ের গথিক শিল্পে ...  
সূর্য মাখা স্কাইস্ক্র্যাপারে ঢেলে দেবে
বুকে করে বয়ে আনা তৃষ্ণার জল !


আমি অবাক হয়ে ভাবি ,
এ সবই বোধহয় ছল ;  
দিগ্বলয়ে সাগর মিশে গেলেও ,
একেবারে মিশে যায় না কক্ষনও বালুচরের পদচিহ্ন ...  
সূর্য মাখা স্কাইস্ক্র্যাপারের গথিক সে সব শিল্পে ,  
রঙ মাখায় না তৃষ্ণার জল নিশ্চুপে বুকের ক্যানভাসে !


আর তাই কোনওকিছু ভাবি না আমি আজ ,  
শুধু ডুবে যাওয়া সূর্যরঙা আকাশে
উরন্ত একঝাঁক পাখিদের মাঝে ,  
অবাক হয়ে দেখি এ সব সম্ভব অসম্ভব ...
আকাশের ক্যানভাসে , শুধু একটা মাত্র পাখি হয়ে ।