হলদে চাঁদ উঠলে কালবৈশাখী নাচে,
দূর বলয় হতে নিকটে গড়ায় জল,
ক্যামেরার মনে উদ্দাম কলঙ্ক
ফ্যাকাসে ক্ষতে পলেস্তরা জুড়ে দেয়,
আর লেজ-খসা টিকটিকি
গেয়েই চলে খনার বচন।


খালের পাঁকে বিষ ঘোলায় ধুতুরা
মহাকালের বহুমূল্য কষ্টি-জৌলুসে-
নাগকেশরের বেণী শৃঙ্গারে এরই প্রতিচ্ছবি,
গোরস্থানে বাদ-বাদান্তরের কথা বলে চলে।


নারকেল ছায়াঝিরি জ্যোৎস্নায়
ভুল ঠিকের দ্বন্দ্বজাল ছিঁড়ে
কয়েকটা স্মৃতিসৌধ, মিনারের
নিষিদ্ধ আহ্বান ভঙ্গি দেখে
টলমল করে ওঠে চেতনা-


গঙ্গার নষ্ট হাওয়া খায় বিশ্বচরাচর
পঞ্চমকার সাথে, আর
আসামাজিক বিরাট এক গুমোট পাঁচিলে ঠেশ দিয়ে
দুহাতে জড়িয়ে নিজেকে আমি গান গাই,
সুখের বাসা ভেঙে ফেলে দে, দ্যাখ
"আজ খেলা ভাঙার খেলা"...


***
পঞ্চমকার - মদ, মাংস, মৎস, মুদ্রা, মৈথুন ... তন্ত্রোক্ত পঞ্চসাধন