কখনও বা ঊর্ধ্ববাহু, কখনও নতজানু বসে
চোখ বুজে নতশিরে চেয়েছি তোমায় পেতে,  
বাঁধতে চেয়েছি তোমায় হাতের নাগপাশে,
স্তোত্র ছাড়াই কোনও মন্ত্র বিহীন ডাকে।


জয়ের মতই বলতে চেয়েছি
"পাগলি তোমার সাথে একটা রাত "...
কাটাতে চাইনি... তবু কেটেছে...
আমার মনের অলিতে গলিতে ঘুরে...
পোড়া শরীরের উচ্ছিষ্টের স্বাদ নিয়েছি নিজে।


তুমি বলেছিলে "গল্প লিখো আলো আধারিতে খেলে"।
সন্ধ্যা গড়িয়ে সেই চিরকুট পেয়েছি মধ্যরাতে।
ঘেমো সারাদিন বসন্তের বিষণ্ণতায় মুড়ে
পরিচয়হীন পড়েছিলো খাটের একটি কোনে,  
আমি মতন বেওয়ারিশ হয়ে অগোছালো এক ঘরে...
তখনি আসতে হল তোমাকে?


ছুঁতে পেরেছিল তোমার সময় অজান্তে
ক্ষীণতর আয়ুমুখি আমায় সঙ্গোপনে...
কেটেছে দড়ি তাই ভেসে যাবে নাও।
তবু কাটিনি আমি... আমার সময়... একপশলাও...  


মনে মনে শুধু বলে চলেছি
খাদে পড়ে যাওয়া বাঁকের মুখটা একবার হোয়ও তুমি,  
তাকিও আমার মত শেষবার,
যদি ভুল করে তখনও সে গান শুনি...
"দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপাড়ে"...  


আমায় পাওয়ার অপেক্ষায়
যদি তাও না পারো তবে,
একটা রাত গাইব গান পাগলি তোমার সাথে ...
আরও একবার
"যদি হৃদয়ে লেখ নাম" ...
আমারই অমন ভুলে।