বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর...
দূর থেকে আরও দুর
চলো যাই আসি ঘুরে,
গাই একই সুর
পাশাপাশি একসাথে... না!
একা নিজের সাথে;
না বলা কথার ঘায়ে,
বলা কথাগুলো ভেঙে ফেলে।
দু' আঙ্গুল দূরের তর্কে
পেড়িয়ে দীর্ঘতম দূর
মন থেকে হৃদয়পুর...
অপেক্ষা হাতের রেখায়।
জীবনের শ্যাওলা পথে
বস্তু যদি মেলে সে আশে,  
বহুদূরে তর্ক ছুঁড়ে ফেলে
কথার ঘরে রাখি শব্দের আশ্বাস...  
বিশ্বাস বেঁধে নাগপাশে।