খোয়াই পারে রোদরঙা ধুলো চরে
কৃষ্ণচূড়া আজ ফোটে না অমন করে;
আসে না কেউ আর ক্যাসুরিনা ছায়া মেখে,
তবুও মাদল বাজায় পাগল লাল কাঁকড়ের পথে।


জল ছলছল, ঢেউ চঞ্চল, উচ্ছল ছেলেবেলা,
বাঁধা ঘরের খেলায় ভাসা কেয়াপাতার ভেলা...  
চায় না ফিরে আসতে কাছে, বাঁশীতে পেয়ে কি ব্যাথা!  
কি বা অপরাধে চলে যায় দিন পথ পানে চেয়ে একা!  


শ্যাম অনুরাগে যেমন করে কাঁদে শ্রী বিনোদিনী,
তেমনই বাজিয়ে বাঁশী সারা দেহে সোহাগী চক্রপাণী।
খুঁজে পাওয়ার সে পথের হদিসও নেই যে কোথাও জানি,
তবু সুরে আজ খোঁজে শ্যাম রাই, আর কৃষ্ণচূড়ায় বসন্ত আগমনী।  


তবুও মাদল বাজায় পাগল লাল কাঁকড়ের পথে,  
আসে না কেউ আর ক্যাসুরিনা ছায়া মেখে...  
কৃষ্ণচূড়া আজ ফোটে না অমন করে
খোয়াই পারে রোদরঙা ধুলো চরে।